বাসস দেশ-১১ : শাহজালালে প্রায় ৫২ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

115

বাসস দেশ-১১
শাহজালাল-সিগারেট আটক
শাহজালালে প্রায় ৫২ লাখ টাকার বিদেশী সিগারেট আটক
ঢাকা, ২৩ জুলাই, ২০১৮ (বাসস) : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ৮৭০ কার্টুন আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখা থেকে পরিত্যাক্ত অবস্থায় সিগারেটের এ চালানটি আটক করে। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেল ৫টার দিকে দুবাই থেকে জেদ্দা হয়ে (এসভি ৪০২ নম্বরের) ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে করে এসব সিগারেট আনা হয় বলে জানা যায়।
আজ সোমবার সকাল ১০টার দিকে শুল্ক গোয়েন্দা দল বিমানবন্দরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ’ শাখা থেকে ৩০৩ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬৪০/-জেজেড