স্টুটগার্টকে বুন্দেসলিগায় উন্নীত করে অবসরে গেলেন মারিও গোমেজ

186

বার্লিন, ৩০ জুন ২০২০ (বাসস) : নিজের প্রথম ক্লাব স্টুটগার্টকে আবারো বুন্দেসলিগায় ফিরিয়ে অবসরের ঘোষনা দিয়েছেন জার্মানীর সাবেক স্ট্রাইকার ৩৪ বছর বয়সী মারিও গোমেজ।
মৌসুমের শেষ ম্যাচে ডার্মস্টাড ৯৮ এর বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়েও তার দল দ্বিতীয় স্থানে থেকে আগামী মৌসুমে বুন্দেসলিগায় উন্নীত হয়। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন গোমেজ নিজেই।
পাঁচবারের জার্মান চ্যাম্পিয়ন স্টুটগার্ট আর্মিনিয়া বিয়েলেফেল্ডের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। গোমেজ বলেছেন, ‘এটাই আমার বুন্দেসলিগায় শেষ মিশন ছিল। আমি সব সময়ই এখানে থেকে ক্যারিয়ার শেষের স্বপ্ন দেখেছি।’
দুই বছর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগে জার্মানীর হয়ে ৭৮টি ম্যাচ খেলেছেন গোমেজ। ২০০৬-০৭ মৌসুমে স্টুটগার্টের হয়ে বুন্দেসলিগা শিরোপা জেতার পর গোমেজ বায়ার্ন মিউনিখে চলে গিয়েছিলেন। বায়ার্নের হয়ে আরো দু’বার বুন্দেসলিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। ২০১৭-১৮ মৌসুমে আবারো স্টুটগার্টে ফিরে আসার আগে ফিওরেন্তিনা, উল্ফসবার্গ ও বেসিকতাসে খেলেছেন এই তারকা স্ট্রাইকার।