বাসস বিদেশ-৪ : ২০২১ সালে অ্যাপেকের ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে : নিউজিল্যান্ড

138

বাসস বিদেশ-৪
নিউজিল্যান্ড-কূটনীতি-সম্মেলন-অ্যাপেক
২০২১ সালে অ্যাপেকের ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে : নিউজিল্যান্ড
ওয়েলিংটন, ৩০ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ভ্রমণের ঝুঁকি এড়াতে আগামী বছর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের (অ্যাপেক) বার্ষিক সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
২০২১ সালে অনুষ্ঠেয় এ সম্মেলনের আয়োজক দেশ নিউজিল্যান্ড মঙ্গলবার একথা জানায়। খবর এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী উইনস্টোন পিটার্স বলেন, করোনাভাইরাস সংকটের কারণে এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন অকল্যান্ডের পরিবর্তে অনলাইনে আয়োজন করা ‘বাস্তবসম্মত’ হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোভিড-১৯ ভাইরাস আমাদের আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।’
‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ২০২০ সালের শেষের দিক থেকে নিউজিল্যান্ডে উচ্চ পর্যায়ের ব্যাপক সংখ্যক পরিদর্শক আনার পরিকল্পনা বাস্তবসম্মত হবে না।’
২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠেয় ২১ দেশের অংশগ্রহণে এ সম্মেলন এবং এটাকে কেন্দ্র করে নানা ধরনের বৈঠকের জন্য ২০ হাজারেরও বেশি লোক নিউজিল্যান্ড সফর করবে বলে ধারণা করা হচ্ছে।
এমন পরিস্থিতির কারণে আয়োজকদের জন্য ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা সহজ হওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাসস/এমএজেড/১৩২৫/জেহক