বাজিস-৩ : বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

118

বাজিস-৩
নৃ-গোষ্ঠী-শিক্ষাবৃত্তি
বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
বরগুনা, ৩০ জুন, ২০২০ (বাসস) : জেলার তালতলী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (রাখাইন) ১৯জন শিক্ষার্থীকে মাথাপিছু ২৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৭৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ তার কার্যালয়ে গতকাল শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিয়েছেন। চেক হস্তান্তরের সময়ে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে এ শিক্ষাবৃত্তি দেয়া হলো।
জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ জানান, প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের লক্ষ্য কোনো নাগরিক যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এ জন্য সরকার প্রাইমারি থেকে উচ্চপর্যায় সব শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার উপকরণ দিয়েও সহায়তা করছে। স্থানীয় প্রশাসন থেকেও শিক্ষাবৃত্তিসহ সহায়তা অব্যাহত রয়েছে।
বাসস/সংবাদদাতা/১২৫০/কেজিএ