বাজিস-১ : নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি

121

বাজিস-১
ট্রলার-ডুবি
নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি
নোয়াখালী, ৩০ জুন ২০২০ (বাসস) : জেলার হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে আজ মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনায় একজন নিহত হন। ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরো একজন নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানান, নিহত মো. রাসেল উদ্দিন বেচু (২৫) আমতলী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলার ছেলে, নিখোঁজ মো. সোহাগ (১৫) একই বাজারের কাঁকড়া ব্যবসায়ী জাবের বেপারীর ছেলে। উভয়ের বাড়ি জাহাজমারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আজ ভোর ৪ টার সময় জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝির ট্রলারযোগে নিঝুম দ্বীপের ১২ কি.মি. দক্ষিণ পশ্চিমে ১৩ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ সময় জোয়ারের পানির তোড়ে ট্রলারটি ডুবে যায়। এতে মো. রাসেল উদ্দিন বেচু নামে একজনের মৃতদেহ ও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং মো. সোহাগ নামে একজন নিখোঁজ রয়েছে।
বাসস/সংবাদদাতা/১২৩০/কেজিএ