বাসস দেশ-৪৮ : অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট

207

বাসস দেশ-৪৮
পাপিয়া-চার্জশিট
অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট
ঢাকা, ২৯ জুন, ২০২০ (বাসস) : অস্ত্র মামলায় নরসিংদী জেলার বাসিন্দা শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র‌্যাব।
রাজধানীর শেরেবাংলা নগর থানার অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১২জনকে সাক্ষী করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় নরসিংদী জেলার যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। ২৪ ফেব্রুয়ারি এ মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তারা কারাগারে আছেন।
গ্রেফতারের দিন দল থেকে পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২১০৪/এবিএইচ