বাসস ক্রীড়া-৫ : ডব্লিউটিএ প্রাগ ইভেন্টে দুই হাজার দর্শকের অনুমতি মিলেছে

130

বাসস ক্রীড়া-৫
টেনিস-প্রাগ
ডব্লিউটিএ প্রাগ ইভেন্টে দুই হাজার দর্শকের অনুমতি মিলেছে
প্রাগ, ২৯ জুন ২০২০ (বাসস) : আগামী ১০-১৫ আগস্ট পর্যন্ত প্রাগে অনুষ্ঠিত নতুন ডব্লিউটিএ ইভেন্টে সর্বোচ্চ দুই হাজার দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছ।
করোনভাইরাসের নিষেধাজ্ঞার পর এটাই হতে যাচ্ছে প্রথম কোন ডব্লিউটিএ টুর্নামেন্ট। প্রাগ ওপেন স্পার্টার প্রাগের ক্লে কোর্টে আগস্টের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে টুর্নামেন্ট পরিচালক ডেভিড ট্রান্ডা বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে শীর্ষ চেক খেলোয়াড়দের সাথে কথা বলেছি। টুর্নামেন্টে আমরা অস্থায়ীভাবে দুই হাজার দর্শকের আসনের ব্যবস্থা করবো।’
টুর্নামেন্টের এক মুখপাত্র কারেল তেজকাল জানিয়েছেন মে মাসে স্থগিত হয়ে যাওয়া প্রাগ ওপেনের সাথে এর কোন সম্পর্ক নেই। এটা সম্পূর্ণই নতুন একটি ইভেন্ট।
চেক খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে বিশ^ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন তৃতীয় স্থানে থাকা ক্যারোলিনা প্লিসকোভা ও দুইবারের উইম্বলডন বিজয়ী ও বিশে^র ১২ নম্বর খেলোয়াড় পেট্রা কোভিতোভা।
বাসস/নীহা/১৮১০/স্বব