বাসস ক্রীড়া-২ : ব্যাটেল অব ব্রিটস থেকে নাম প্রত্যাহার করে নিলেন মারে

133

বাসস ক্রীড়া-২
টেনিস-মারে
ব্যাটেল অব ব্রিটস থেকে নাম প্রত্যাহার করে নিলেন মারে
লন্ডন, ২৯ জুন ২০২০ (বাসস) : বিশে^র সাবেক শীর্ষ টেনিস তারকা এন্ডি মারে প্রদর্শনী টুর্নামেন্ট ব্যাটেল অব ব্রিটসের শেষ ম্যাচ থেকে রোববার নাম প্রত্যাহার করে নিয়েছেন। রোহ্যাম্পটনে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে তার ক্যাম নুরির বিপক্ষে মোকাবেলা করার কথা ছিল। এর আগে শনিবার সেমিফাইনালে মারে ড্যান ইভান্সের কাছে পরাজিত হন। কিন্তু নভেম্বরের পর প্রথম টুর্নামেন্টে খেলতে নেমে আগের পাঁচ দিনে চারটি ম্যাচ খেলার পর ৩৩ বছর বয়সী মারে মনে করেছেন এখন তার বিশ্রাম প্রয়োজন।
নাম প্রত্যাহার করে নেয়ায় মারের স্থানে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে খেলবেন জেমস ওয়ার্ড। ফাইনালে লড়বেন ইভান্স ও কাইল এডমুন্ড। লন টেনিস এসোসিয়েশনের এক টুইটার বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৪ আগস্ট থেকে ওয়াশিংটনে শুরু হওয়া সিটি ওপেন হতে পারে মারের পরবর্তী ইভেন্ট। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারে ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে খেলতে চান।
বাসস/নীহা/১৭৫৫/স্বব