আদালতের বিচারক কর্মচারীসহ করোনা আক্রান্ত ১৭৬ জন

239

ঢাকা, ২৯ জুন, ২০২০ (বাসস) : দেশের সর্বোচ্চ ও অধস্তন আদালত অঙ্গনে বিচারক ও সহায়ক কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বাসস’কে এ কথা জানান।
তিনি বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতে ৩৭ বিচারক, সুপ্রিমকোর্টে ৩৮ জন কর্মচারী এবং অধস্তন আদালতে ১০১ কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ১০ জন বিচারক। করোনায় আক্রান্ত হয়ে একজন জেলা জজ মৃত্যুবরণ করেছেন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেন।