বাসস বিদেশ-৭ : করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীদের হামলা

135

বাসস বিদেশ-৭
পাকিস্তান-হামলা
করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীদের হামলা
করাচি, ২৯ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : বন্দুকধারীরা সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা চালিয়েছে। এ সময় সেখাসে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
করাচি পুলিশ প্রধান গোলাম নবী মামুন বলেন, হামলাকারীরা ট্রেডিং ফ্লোরের বাইরে একটি গাড়ি রেখে প্রথমে ভবনটি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে এবং পরে তারা সেখানে বেপরোয়া গুলি চালায়।
তিনি বলেন, এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ‘চার হামলাকারী নিহত হয়েছে।’ করাচি এক সময় অপরাধ এবং রাজনৈতিক ও জাতিগত সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল। সেখানে সশস্ত্র গ্রুপগুলো রাজনীতিবিদদের ছত্রছায়ায় প্রায়শই বিরোধীদের লক্ষ্য করে গুলি করতো এবং বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালাতো।
তবে রাজনৈতিক ছদ্মবরণে থাকা সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানের পর সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি অনেক স্থিতিশীল হয়েছে।
বাসস/এমএজেড/১৬৫৫/-জেহক