বাসস প্রধানমন্ত্রী-৩ : বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

164

বাসস প্রধানমন্ত্রী-৩
প্রধানমন্ত্রী-শোক-লঞ্চডুবি
বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২৯ জুন, ২০২০ (বাসস) : বুড়িগঙ্গা নদীতে আজ লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ সকালে যাত্রীবাহী লঞ্চ ‘মর্নিং বার্ড’ ৫০ জন যাত্রীসহ ঢাকার শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘এক শোক বার্তায় প্রধানমন্ত্রী লঞ্চডুবির ঘটনায় প্রাণহানি ঘটায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে উদ্ধার অভিযানের খোঁজ খবর নিচ্ছেন।
শেখ হাসিনা দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র আরো জানিয়েছে, লঞ্চ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করেছে।
বাসস/এসএইচ/অনু-এএএ/১৬১৫/-শআ