বাসস দেশ-৩৩ : উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ একজন আটক

233

বাসস দেশ-৩৩
বিজিবি-ইয়াবা
উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ একজন আটক
ঢাকা, ২৮ জুন, ২০২০ (বাসস): কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকাল ৮ টার দিকে বিজিবি’র পালংখালী বিওপি’র একটি টহল দল উপজেলার রাজাপালং ইউপি’র থাইংখালী বাজার থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. ওবায়দুর রহমান (২৭) নামের এক রোহিঙ্গাকে আটক করে।
আটক ওবাইদুরের পিতার নাম মো. মাহমুদুল হক। সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২, বি-ব্লকের বাসিন্দা। আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনার মধ্যেও বিজিবি বিভিন্ন এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় আজ সকালে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে থাইংখালী বাজার দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে তারা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র থাইংখালী বাজারে ওৎ পেতে থাকে। এমন সময় ওবায়দুর রহমান চালের বস্তা মাথায় করে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করলে বিজিবি সদস্যরা সন্দেহভাজনভাবে তাকে আটক করে। চালের বস্তা তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা ২০১৯ সালের ১ জানুয়ারি হতে আজ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ১শ’ টাকা মূল্যের ১৭ লাখ ৩৯ হাজার ১১৭ পিস ইয়াবাসহ ২৮৮ জনকে আটক করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/সবি/এফএইচ/২০০৭/এবিএইচ