বাজিস-৩ : পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

132

বাজিস-৩
পিরোজপুর-দাফন
পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পিরোজপুর ২৩ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় আজ বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন বাদশা তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহামুদ। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হকের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ একেএমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, এম এ হাকিম হাওলাদার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান সরদার, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ, আইনজীবীবৃন্দ এবং শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২১ জুলাই রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র, স্ত্রী, ভাই, বোন, বৃদ্ধা মাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সংবাদদাতা/১৩৩০/নূসী