দ্রুততার সাথে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

324

ঢাকা, ২৮ জুন, ২০২০ (বাসস) : দ্রুততার সাথে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
আজ সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি ওপর পর্যালোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাতমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন, তীতে দেখা যেত প্রকল্প পাশ হয়ে প্রকল্প শুরু হতে ১ বছর চলে যেত, সেটা কমিয়ে ৩ মাস করা হয়েছে। কিন্তু এটা অনেক সময়। প্রকল্প পাশের ১৫ দিনের মধ্যে প্রকল্প পরিচালক নিযুক্ত করতে হবে যাতে প্রকল্পের কাজকে গতিশীল করা যায়।
পানি উন্নয়ন বোর্ডকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙ্গনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। কেননা একজন চীফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য। সকল সংকটে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে।
এ সময় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) হাবীবুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে সংযুক্ত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হকসহ প্রমুখ কর্মকর্তাগন।
সভায় কাজকে বেগবান করার আহ্বান জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, কাজকে বেগবান ও গুণগত মান রাখতে আমরা টাক্সফোর্স করে লোকবল বাড়িয়েছি। ইতিমধ্যে ৪২ টি এলাকা পর্যবেক্ষণ করেছি। আমার কাছে কোন ফাইল পড়ে থাকে না। প্রধান প্রকৌশলীরা আরো বেশি সাইট পরিদর্শন করবেন এবং কাজের সচিত্র অগ্রগতি প্রতিবেদন দিবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাজের গতিশীলতা আনতে বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবছি।
সভায় জানানো হয়, জুন ২০২০ সময়সীমার মধ্যে প্রায় ৩৪ টি প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও করোনা প্রাদুর্ভাবে উদ্ভূত প্রেক্ষিতে ১৪ টি প্রকল্প সম্পন্ন হয়েছে। বাকি অসমাপ্ত প্রকল্পগুলোর সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের সাথে সাথে কালক্ষেপণ না করে টেন্ডার করতে হবে। একাধিক প্রকল্পে দেখা যায় প্রকল্প পরিচালক নিয়োগের পরেও কাজের অগ্রগতি নেই যা দু:খজনক।