বাসস দেশ-২৯ : স্বাস্থ্যবিধি অমান্য করায় প্রতিষ্ঠানসহ ৬জনকে ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

170

বাসস দেশ-২৯
ডিএমপি-জরিমানা
স্বাস্থ্যবিধি অমান্য করায় প্রতিষ্ঠানসহ ৬জনকে ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৮ জুন, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীতে বিভিন্ন ধরনের ২১টি ব্যবসা প্রতিষ্ঠান, ৬ ব্যক্তি ও একটি কারখানাকে ১ লাখ ৭৮ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার রাজধানী রমনা, তেজগাঁও এবং লালবাগ বিভাগের বিভিন্ন স্থানে দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ২৮টি মামলায় ২১টি দোকান, ৬ জন ও ১টি কারখানাকে মোট ১ লাখ ৭৮ হাজার ৮শ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
এসময় রমনা বিভাগে ৬টি দোকানকে ২৫শ টাকা ও তেজগাঁও বিভাগের ১০টি দোকানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও লালবাগ বিভাগেরি ৬টি দোকান, ৬ জন ব্যক্তি ও ১টি কারখানাকে ১ লাখ ৬৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৯৩৮/কেকে