বাসস ক্রীড়া-৭ : বোলিং নৈপুন্যে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন আজহার

123

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-আজহার
বোলিং নৈপুন্যে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন আজহার
করাচি, ২৮ জুন ২০২০ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-২০ খেলতে আজ দুপুরে দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। তরুণ একটি দল নিয়ে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে পাকিস্তান। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বড় ফরম্যাটের অধিনায়ক আজহার আলি। তাকে সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে দলের বোলাররা। তারপরও ব্যাটসম্যানদের নিয়ে বড় চিন্তা আজহারের। ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রান চান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজে একত্রে ২৯ সদস্যের দল ঘোষনা করেছিলো পাকিস্তান। কিন্তু ২০ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড গেল তারা। কারন দলের ১০জন খেলোয়াড়ের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তাই ১০জনের পরিবর্তে নতুন একজনকে যোগ করে ২০ জনের দল নিয়ে ইংল্যান্ড সফরে পাকিস্তান।
পাকিস্তানের পেস অ্যাটাকে রয়েছেন- নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুসা আহমেদের মতো তরুনরা। দলের বোলিং লাইন-আপের উপর পুরো আস্থা আছে টেস্ট অধিনায়ক আজহারের।
শনিবার এক ভিডিও কনফারেন্সে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন আজহার। বোলারদের উপর যে তার আস্থা রয়েছে, তা জানান তিনি, ‘আমাদের পেস ও স্পিন আক্রমণ খুবই শক্তিশালী। আমাদের বোলাররা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যা ফেলার সামর্থ্য রাখে। নাসিম, আফ্রিদি ও হাসনাইনরা ইংল্যান্ডের মাটিতে ভালো করবে। তারা ভালো করার জন্য মুখিয়ে আছে। আমাদের স্পিন শক্তিও বেশ ভালো। তারা ইংল্যান্ডের পরীক্ষা নিবে।’
বোলারদের নিয়ে চিন্তা না থাকলেও, ব্যাটসম্যানদের চিন্তা রয়েছে আজহারের। ব্যাটসম্যানদের কাছ থেকে অন্তত দলীয় স্কোর ৩শ রান চান তিনি। আজহার বলেন, ‘আমার মনে হয়, আমাদের ব্যাটসম্যানরা ৩শ বা তার বেশি রান যদি তুলতে পারে, তবে আমরা ইংল্যান্ডকে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো। ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে আমাদের। বোলাররা ইংল্যান্ডের কন্ডিশনে সাফল্য পাবে এতে কোন সন্দেহ নেই। কিন্তু এখন ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে। তা’হলেই আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারবো।’
করোনাভাইরাসের কারনে আইসিসির নতুন নিয়মে থুথু ব্যবহার করাা যাবে না। আর থুথুর কারনেই পাকিস্তানের বোলাররা সুইংএ বিশ্বসেরা। কিন্তু থুুথু ব্যবহার না হলেও, দলের বোলারদের কোন সমস্যা হবে না বলে জানান আজহার। ঘাম ও ডিউক বলের কারনে সুবিধাই পাবে আফ্রিদি-নাসিমরা বলে জানান তিনি, ‘আমার মনে হয় না, থুথু ব্যবহার না হলে কোনো সমস্যা হবে। পেসাররা ঘাম ও ডিউক বলের সুবিধা নিতে পারবে। এই বল অনেকক্ষণ চকচক করে। সাথে ঘামও ব্যবহার করা যাবে। আর ইংল্যান্ডের কন্ডিশনে ডিউক বল ভালোই মুভমেন্ট করে।’
বাসস/এএমটি/১৭২৭/স্বব