বাসস বিদেশ-১০ : ব্রাজিলে করোনায় ৫৭ হাজার লোকের মৃত্যু

119

বাসস বিদেশ-১০
ব্রাজিল -করোনা- মৃত্যু
ব্রাজিলে করোনায় ৫৭ হাজার লোকের মৃত্যু
রিও ডি জেনিরো, ২৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ব্রাজিলে করোনায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ হাজার ১০৯ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭০ জনে।
দৈনিক হিসাবে ২৪ ঘন্টায় ৩৮ হাজার ৬৯৩ জন করোনা আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১৩ হাজার ৬৬৭ জনে।
দেশটির সাও পাওলো রাজ্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্তÍ হয়েছে, এখানে ১৪ হাজার ২৬৩ জনের মৃত্যু এবং ২ লাখ ৬৫ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছে। এরপরেই ক্ষতিগ্রস্ত হয়েছে রিও ডি জেনিরো, এখানে ৯ হাজার ৭৮৯ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৮০৩ জন।
বাসস / সিনহুয়া/ অনু এমএবি/১৭৪২/জেহক