বাসস বিদেশ-৯ : পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে ।। মৃত্যু ৪ হাজার ১১৮ জনের

136

বাসস বিদেশ-৯
পাকিস্তান -করোনা -ভাইরাস
পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে ।। মৃত্যু ৪ হাজার ১১৮ জনের
ইসলামাবাদ, ২৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : পাকিস্তানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৯৫৫ জনে এবং মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ১১৮ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় রবিবার এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭২ জন এবং ৮৩ জনের মৃত্যু হয়েছে। কোভিড -১৯ এ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ২ শতাংশ।
আক্রান্তদের মধ্যে ৯২ হাজার ৬২৪ জন করোনামুক্ত হওয়ায় এখন প্রকৃত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ২১৩ জন।
করোনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ, এখানে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ২৬৭ জন। এরপরেই পাঞ্জাব প্রদেশে আক্রান্ত ৭৪ হাজার ২০২ জন, উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুনখোয়া প্রদেশে আক্রান্ত ২৫ হাজার ৩৮০ জন এবং রাজধানী ইসলামাবাদে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৫ জন।
পাঞ্জাবে সর্বোচ্চ ১ হাজার ৬৭৩ জনের মৃত্যু হয়েছে, সিন্ধুতে ১ হাজার ২৪৩ জন মারা গেছে। দেশটিতে এ পর্যন্ত ১২ লাখ ৩৯ হাজার ১৫৩ জনের করোনা টেস্ট হয়েছে।
প্রধানমন্ত্রী ইমরান খান আশা প্রকাশ করে বলেছেন, জনগণ সরকারী নির্দেশনা অনুসরণ করলে অচিরেই
পাকিস্তান এই সংকট কাটিয়ে উঠতে পারবে।
বাসস/সিনহুয়া/অনু-এমএবি/১৭৪০/জেহক