বাসস ক্রীড়া-১২ : ১০ জুলাই থেকে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেবে রিও

142

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ভাইরাস-সমর্থক
১০ জুলাই থেকে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেবে রিও
রিও ডি জেনেইরো, ২৮ জুন ২০২০ (বাসস/এএফপি): আগামী ১০ জুলাই থেকে ফুটবল দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেবে ব্রাজিলের রিও ডি জেনেইরো প্রদেশ। প্রথমিক পর্যায়ে ধারন ক্ষমতার এক তৃতীয়াংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে এক সরকারী আদেশে জানানো হয়েছে।
পরে ১ আগস্ট থেকে মাঠে প্রবেশ করতে পারবে ধারন ক্ষমতার দুই তৃতীয়াংশ দর্শক। ১৬ আগস্ট থেকে বাড়তি কোন বিধিনিষেধই থাকবেনা স্টেডিয়ামে। শুক্রবার প্রকাশিত সরকারী আদেশে একথা জানানো হয়েছে।
প্রাথমিক পর্বে একজনের সঙ্গে আরেকজনের দূরত্ব নির্ধারণ হয়েছে ৪ মিটার। আর টিকিট ক্রয় করতে হবে অনলাইনে। করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করায় দক্ষিন আমেরিকা অঞ্চলে সবার আগে স্থগিত করা হয়েছিল রিও স্টেট চ্যাম্পিয়নশীপ। ১৮ জুন থেকে অবশ্য রুদ্ধদ্বার স্টেডিয়ামে ফের শুরু হয়েছে রিও প্রদেশের পেশাদার ফুটবল লীগ।
বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত ও মুত্যুর দিক থেকে ব্রাজিল বর্তমানে বিশে^র দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১২ লাখ লোক আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় ৫৫ হাজার মানুষ। এই তালিকার শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৩৫/স্বব