সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৪ কেজি ওজনের ২৪টি সোনার বার আটক

219

ঢাকা, ২৮ জুন, ২০২০ (বাসস) : সাতক্ষীরা সীমান্তের কাকডাংগা এলাকা থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক চোরাচালান, স্বর্ণ ও রৌপ্য আটকের লক্ষে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে।
তিনি জানান, আজ রোববার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের একটি টহল দল কাকডাংগাস্থ সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি গাফফারের ঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪ কেজি ৫৪০ গ্রাম (তিনশত ঊননব্বই ভরি দুই আনা সোয়া চার রতি) ওজনের এসব সোনার বার উদ্ধার করে।
উদ্ধারকৃত সোনার বর্তমান মূল্য ২ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।
এসব সোনার বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।