বাসস দেশ-১০ : রাজধানীর বনশ্রীতে বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

94

বাসস দেশ-১০
আগুন-নিয়ন্ত্রণ
রাজধানীর বনশ্রীতে বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ২৮ জুন, ২০২০ (বাসস) : রাজধানীর খিলগাও বনশ্রী বি-ব্লকের বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রনে এসেছে।
রোববার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ১০টা ১৭ মিনিটে খিলগাও বনশ্রী বি-ব্লকের ছয়তলা ভবনের নীচ ও দ্বিতীয় তলায় বাটা জুতার শো-রুমে ও গোডাউনে হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও,তেজগাঁও ও হেডকোয়াটার্স থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে সোয়া ৩ ঘন্টা চেষ্টা চাালিয়ে রাত দেড়টার দিকে আগুন পুরোপুরিভাবে নির্বাপন করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুনে বাটা শো-রুমের বিপুল পরিমান জুতা ও অন্যান্য মালামাল ভস্মীভুত হয়ে গেছে। প্রাথমিক ভাবে বৈদু্তকি শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারনা করা হচেছ। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি ।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৪৩৫/অমি