আলাস্কার কাছে রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্রের বিমানের

271

ওয়াশিংটন, ২৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শনিবার আলাস্কা উপকূলের কাছের রাশিয়ার চারটি যুদ্ধবিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। মার্কিন কমান্ডাররা একথা জানান। খবর এএফপি’র।
রাশিয়ার তু-১৪২ নামের এসব যুদ্ধবিমান আলাস্কার আলিউশিয়ান দ্বীপপুঞ্জের ৬৫ নটিক্যাল মাইলের ভিতরে প্রবেশ করে আট ঘণ্টা ধরে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) ‘ঘোরাফেরা’ করছিল।
নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) টুইটার বার্তায় জানায়, তবে বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় অবস্থান করতে দেখা গেছে। তারা যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি।
এডিআইজেড আকাশসীমায় বন্ধুপ্রতিম দেশগুলোর বিমানবাহিনীর মাধ্যমে এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ করে থাকে।
এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আলাস্কার কাছে রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করলো।