টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

266

টাঙ্গাইল, ২৮ জুন, ২০২০ (বাসস) : জেলার মির্জাপুরে এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গতকাল রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার চাটমোহরের পার্শ্বডাঙ্গা গ্রমের শাকিরুল ইসলাম (২৫), আব্দুল করিম (৩০) ও মোহাম্মদ সোহেল (৩১)।
পুলিশ সুত্র জানান, শনিবার রাতে ঢাকা থেকে লোহার প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দ্যেশে যাত্রা করে। রাত ২টার দিকে মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়। এ সময় লোহার প্লেনশিটের রশির বাঁধন ছিড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নিয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।