ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

552

নয়াদিল্লী, ২৭ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে করোনা টেস্টে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫শ’ জন। সরকারী হিসাবে শনিবার এ কথা জানানো হয়।
করোনায় এ পর্যন্ত ১৫ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৪ ঘন্টায় মারা গেছে ৩৮৫ জন।
বিশেষজ্ঞদের ধারণা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে পিকে পৌঁছাবে এবং জুলাইয়ের শেষ নাগাদ আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।
সরকার কিছু রাজ্যে নতুন করে লকডাউন কার্যকর করার বিষয় বিবেচনা করছে। গত ২৫ মার্চ দেশব্যাপী লকডাউন আরোপের পরে অর্থনৈতিক ক্ষতি ঠেকাতে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হয়।
ভারতের ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশী। দিল্লীতে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার, যা মুম্বাইয়ের চেয়ে বেশী।
ইতোমধ্যেই হাসপাতালগুলোর চাপ কমাতে করোনা রোগীদের জন্য রেলওয়ে বগি, হোটেল এবং ব্যাংকুয়েট হল ব্যবহার করা হচ্ছে।
টেস্টের সীমাবদ্ধতার সমালোচনা করে বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার বলা হলেও প্রকৃত সংখ্যা আরো বেশী।
সংক্রমনের হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরেই ভারতের অবস্থান, যদিও মৃত্যুর কার তুলনামূলক কম।