বাসস বিদেশ-২ : টরন্টোতে বেপরোয়া গুলিবর্ষণে আহত ৯, হামলাকারী নিহত

185

বাসস বিদেশ-২
কানাডা-অপরাধ-গুলি
টরন্টোতে বেপরোয়া গুলিবর্ষণে আহত ৯, হামলাকারী নিহত
টরন্টো (কানাডা), ২৩ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): কানাডার গুরুত্বপূর্ণ শহর টরন্টোর কেন্দ্রস্থলে রোববার রাতে এক বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে নয়জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। এ সময় ওই হামলাকারীও নিহত হয়। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
টরন্টো পুলিশ জানায়, তারা স্থানীয় সময় রাত ১০টার দিকে খবর পেয়ে নগরীর গ্রীকটাউন এলাকায় অভিযান চালায়।
পুলিশ বিভাগের টুইটার বার্তায় বলা হয়, ‘এখন পর্যন্ত আহতদের অবস্থা জানা যায়নি। এদের মধ্যে নয় বছর বয়সের এক বালিকা রয়েছে।’
টরন্টো পুলিশ সূত্রের বরাত দিয়ে গ্লোবাল নিউজের খবরে বলা হয়, এ সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করার আগে পুলিশকে লক্ষ্যকরে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা স্থানী সংবাদমাধ্যমকে জানান, তারা ঘটনাস্থল থেকে প্রায় ২০ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছে।
বাসস/এমএজেড/১২০০/কেজিএ