লিভারপুলকে অভিনন্দন জানালেন সুলশার

208

লন্ডন, ২৭ জুন ২০২০ (বাসস) : ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রিমিয়ার লিগের অধরা শিরোপা ঘরে তোলায় চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে অভিনন্দন জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড বস ওলে গানার সুলশার।
বৃহস্পতিবার রাতে লিভারপুলের ১৯তম লিগ শিরোপা জয় নিশ্চিত হয়। যা ইউনাইটেডের থেকে মাত্র একটি শিরোপা কম। যদিও এদিন তাদের মাঠ নামতে হয়নি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি স্ট্যামফোর্ড ব্রীজে স্বাগতিক চেলসির কছে পরাজিত হওয়ায় লিভারপুলের শিরোপা জয় নিশ্চিত হয়। শিরোপা জয়ের পরপরই এ্যানফিল্ডে লিভারপুলের হোম গ্রাউন্ডকে ঘিড়ে ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ওল্ড ট্র্যাফোর্ডের হয়ে খেলোয়াড় হিসেবে ছয়টি লিগ শিরোপা জয়ের মধুর অভিজ্ঞতা রয়েছে সুলসারের। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘প্রথমত একটি দল চ্যাম্পিয়নশীপ জেতার পর তাদের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা জেতাটা প্রাপ্য হয়ে যায়। সব কৃতিত্ব অবশ্যই লিভারপুলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের। এই লিগটি জেতা সত্যিই কঠিন ছিল। শুভকামনা জার্গেন ক্লপ ও তার শিষ্যদের। আমার জন্য যদিও সবসময়ই অন্যের হাতে শিরোপা দেখাটা দু:খজনক। এই মুহূর্তে ম্যান ইউ’র সকল খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। অবশ্যই আমরাও শিরোপা জয়ের ধারায় ফিরতে চাই এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।’
সুলশার আশা করেন এফএ কাপের সাফল্য আগামী মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে ইউনাইটেডক প্রেরণা যোগাবে। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটে। এখনো তারা চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার লড়াইয়ে টিকে আছে। একইসাথে ইউরোপা লিগে খেলার জন্যও বেশ ভাল অবস্থানেই আছে। সুলশার বলেন, ‘এফএ কাপ এমন একটি টুর্ণামেন্ট যার শিরোপা ঘরে তোলা একটি চমৎকার ব্যপার। এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারাটাও সৌভাগ্যের। আমাদের এবারের দলটি অনেকটাই নতুন। এই দলের হয়ে আমিও প্রথমবারের মত শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছি।’