ক্ষমতা নয় সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে

306

জয়পুরহাট, ২৩ জুলাই, ২০১৮ (বাসস): ক্ষমতা নয় সেবার মাধ্যমে সাধারন মানুষের আস্থা অর্জন করার প্রতি গুরুত্বারোপ করেছেন জাতীয় পাবলিক সার্ভিস দিবসের আলোচনায় বক্তারা। জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন উপলক্ষে সোমবার জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকল ধরনের সরকারি সেবা সাধারন মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় শেষ হয়। এখানে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে উদ্ভাবন উদ্যোগ প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুলাহেল বাকী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জাতীয় পাবলিক সার্ভিস দিবসের উপর একটি পাওয়ার প্রেজেন্টশন উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুজ্জামান রাসেল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম। বিভিন্ন সেবা প্রদান বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন জিপি এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায়, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক তোছাদ্দেক হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা সেলিম শাহ্, বিআরডিবি’র উপ পরিচালক বকুল চন্দ্র রায় , জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারন সম্পাদক অপূর্ব সরকার, কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমূখ। জেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভাগীয় প্রধানরা পাবলিক সার্ভিস দিবসের কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১২৬/নূসী