ভোলায় পিসিআর ল্যাব স্থাপন সম্পন্ন

262

ভোলা, ২৭ জুন, ২০২০ (বাসস) : কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষার জন্য জেলায় পিসিআর ল্যাব স্থাপন সম্পন্ন হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে চলতি মাসের ২১ তারিখ ল্যাব স্থাপন কাজ শেষ হয়েছে। ল্যাবটি পরিচালনার জন্য ১ জন সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট ও ১ জন সিনিয়র ভাইরোলজিস্ট নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এছাড়া ৬ জন অভিজ্ঞ টেকনোলজিস্ট নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন জানানো হয়। তাদের নিয়োগ সম্পন্ন হলেই ল্যাবটি চালু করা হবে বলে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সিরাজউদ্দিন আজ বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে ৪ জন মেডিকেল অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ১ জন যোগদান করেছেন। অন্যরাও যোগদানের প্রক্রিয়ায় রয়েছেন। এছাড়া ২০টি আইসিউ’র জন্যও আবেদন করা হয়েছে। ল্যাবটি চালু হলে দৈনিক এক রাউন্ডে ৯৪ টি টেস্ট করানো যাবে। পর্যাপ্ত জনবল থাকলে দৈনিক ৩টি রাউন্ডে করোনা পরীক্ষা করানো সম্ভব হবে। তাই বর্তমানে লোকবল নিয়োগের অপেক্ষায় রয়েছেন । তিনি আশা করছেন, অচিরেই এই ৮জন জনবল নিয়োগের মাধ্যমে ল্যাবটি চালু করা হবে।ল্যাবটির অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ ও মেশিনারিজ স্থাপন করেছে স্থাস্থ্য বিভাগ। ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ জানান, গত ১০ জুন ল্যাব এর অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ৩২ লাখ টাকা ব্যায়ে ল্যাবটি স্থাপন করে প্রতিষ্ঠনটির স্বাস্থ্য উইং।
তিনি আরো জানান, সেখানে আরটি পিসিআর ল্যাব কক্ষসহ স্যা¤পল রিসিভ রুম, পিপিই চেঞ্জিং রুম, স্যা¤পল প্রসেসিং রুম, মাস্টার মিক্সিং রুম, পিসি আর রুম, ডোফিং রুম তৈরী করা হয়েছে। ভোলা জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গণপূর্ত স্বাস্থ্য উইংয়ের প্রকৌশলীরা সার্বক্ষণিক পিসিআর ল্যাব স্থাপন কাজের তদারকি করেন বলেও জানান তিনি।
এদিকে পিসিআর ল্যাব স্থাপনের খবরে আনন্দিত ভোলাবাসী। তারা বলছেন, এটি চালু হলে আর বরিশাল কিংবা ঢাকা যেতে হবেনা। ভোলাতেই করোনা টেস্ট করানো যাবে। ভোলা প্রেস ক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান মনে করেন, এটি ভোলার প্রায় ২২ লাখ মানুষের জন্য এটি অত্যন্ত খুশির খবর। তবে মানুষের ভোগান্তি লাঘবে কালক্ষেপণ না করে ল্যাবটি অতিদ্রুত চালু করা প্রয়োজন।