সামনের তিনটি বিশ্বকাপে দৃষ্টি ফিঞ্চের

484

সিডনি, ২৬ জুন ২০২০ (বাসস) : আগামী তিন বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটের মঞ্চে তিনটি বিশ্বকাপ রয়েছে। এ বছর অস্ট্রেলিয়ার মাটিতে ও আগামী বছর ভারতের মাটিতে দু’টি টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সাথে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই তিন বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন অস্ট্রেলিয়ার রঙ্গিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনটি বিশ্বকাপই জয়ের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। আগামী বছর ভারতে হবে টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল অস্ট্রেলিয়া এর আগের ছয়টি টি-২০ বিশ্বকাপের কোনটিতেই শ্রেষ্ঠত্বের মুকুট পড়া হয়নি অস্ট্রেলিয়ার। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে উঠলে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যায় অসিরা। তাই সামনের দু’টি টি-২০ বিশ্বকাপ জিততে চান ফিঞ্চ।
টি-২০ বিশ্বকাপে বড় সাফল্য না থাকলেও, ওয়ানডেতে ঈর্ষনীয় সাফল্য অস্ট্রেলিয়ার। ১২টি আসরের মধ্যে রেকর্ড পাঁচবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে অসিরা। ২০১৫ সালে বিশ্বকাপ জিতলেও, গেল আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। তাই ২০২৩ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধার করতে চান ফিঞ্চ।
মেলবোর্নের একটি রেডিওতে সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, ‘আমি ক্রিকেট পাগল মানুষ, সব সময়ই ক্রিকেট নিয়ে ভাবি। বিশেষ করে, আমি যেহেতু রঙ্গিন পোশাকের অধিনায়ক, তাই টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবছি। টানা দু’টি টি-২০ বিশ্বকাপ আছে। এরপর ২০২৩ সাথে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। এই তিন আসরের শিরোপা কিভাবে জিততে পারি, সেই পরিকল্পনা করেছি আমি। সেরা সাফল্য পাবার লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।’
করোনাভাইরাসের কারনে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ হবে কি-না, তা নিয়ে ভাবতে চান না ফিঞ্চ। নিজের পরিকল্পনা সাজিয়ে রাখতে চান তিনি। ফিঞ্চ বলেন, ‘বিশ্বকাপ হবে কি-না, তা নিয়ে ভাবছি না। তবে বিশ্বকাপ নিয়ে দলের জন্য পরিকল্পনা সাজিয়ে রেখেছি। এমনকি আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ নিয়েও আমাদের ভাবতে হচ্ছে।’
শুধুমাত্র টি-২০ বিশ্বকাপ নয়, ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা কষেছেন ফিঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের এখনো তিন বছর বাকী। তারপরও বিশ্বকাপ বলে কথা, তাই সেটি নিয়েও এখনই ভাবছেন ফিঞ্চ। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপ নিয়েও আমরা পরিকল্পনা করছি। ঐ বিশ্বকাপকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। শিরোপা পুনরুদ্ধার করতে হলে আমাদের কোন পথে এগোতে হবে, তা নিয়ে বড় ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি।’
ভারতের মাটিতে টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপ হওয়ায়, সেখানকার কন্ডিশনের কথা বিবেচনা করে দল সাজানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন ফিঞ্চ। তিনি বলেন, ‘ভারতে হবে টুর্নামেন্ট, সেখানকার কন্ডিশন ভিন্ন আমাদের জন্য। তাই দল সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কন্ডিশনের কথা ভেবে, আমরা দু’জন স্পিনার নাকি বাড়তি অলরাউন্ডার নিয়ে খেলবো, এসব নিয়েই আমরা বেশি ভাবছি। ব্যাটসম্যানদের কিভাবে ব্যবহার করতে হবে, সেটিও পরিকল্পনার অংশ।’
আগামী মাসেই ইংল্যান্ডে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ছিলো অস্ট্রেলিয়ার। করোনাভাইরাস কারনে তা স্থগিত হয়েছে। তবে সেপ্টেম্বরে সিরিজটি হবার সম্ভাবনা আছে।