বাসস ক্রীড়া-১২ : ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো শুরু চান সিমন্স

229

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-সিমন্স
ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো শুরু চান সিমন্স
লন্ডন, ২৬ জুন ২০২০ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাটসম্যানদের কাছ থেকে একটা ভালো শুরু চান ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। ইংল্যান্ডের দুর্দান্ত পেস অ্যাটাকের বিপক্ষে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর আশা করছেন তিনি।
আগামী ৮ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে নিজেদের মধ্যে দু’টি দলে বিভক্ত হয়ে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকে রয়েছে অধিনায়ক জেসন হোল্ডার, কেমার রোচ, শানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই পেস অ্যাটাক প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তত। কারন বিগত টেস্ট ম্যাচেই সেই পরীক্ষায় সফল তারা। তবে বিগত বছরগুলোতে বড় রানের জন্য লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের।
গেল বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ১৯৮৮ সালের পর থেকে কোন টেস্ট সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা।
সিমন্স জানান, অনুশীলনে ব্যাটসম্যানরা নিজেদের ভালো ফর্ম প্রদর্শন করেছেন এবং অনুশীলন ম্যাচটি একাদশ সাজাতে বড় ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘অতীতে আমরা অনেক সফরেই প্রথম ম্যাচে সত্যিকারার্থেই ভাল শুরু করেছি। এবারও সেটা ধরে রাখতে চাই এবং নিশ্চিত করতে হবে সাউদাম্পটনে মাঠে নামার জন্য আমরা প্রস্তুত।’
তিনি আরও জানান, ‘অধিকাংশ সিনিয়র খেলোয়াড় বেশ পরিপক্ব ব্যাটসম্যান। আমি মনে করি, মানসিকভাবে তারা বেশ শক্ত আছে। আমি শুধুমাত্র মনে করি, আমাদের দক্ষতা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া দরকার।’
আসন্ন সিরিজে স্পটলাইটে থাকবেন দু’দলের দুই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ও ইংল্যান্ডের বেন স্টোকস।
সিমন্স বলেন, ‘এখানে প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই আছে। কারন, বেন সর্বদা এক নম্বর খেলোয়াড় হতে চান এবং হোল্ডারও সেখানে আছে। তারা সবদিক দিয়েই প্রতিন্দ্বন্দিতা করে, তাই আমি আশা করি এই সিরিজে দুর্দান্ত প্রতিন্দ্বন্দিতা হবে।’
ওয়েস্ট ইন্ডিজের কোচ জানান, তার খেলোয়াড়রা ওল্ড ট্রাফোর্ডে এক সপ্তাহ বায়ো-সুরক্ষিত পরিবেশে ক্যাম্প করেছে। এই ভেন্যুতেই সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী মঙ্গলবার সাউদাম্পটনে নিজেদের ক্যাম্প শুরু করবে ইংল্যান্ড।
বাসস/এএমটি/১৯৩০/স্বব