মাঠে ফিরতে পেরে ভালো লাগছে : রোহিত

240

মুম্বাই, ২৬ জুন ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে গেল মার্চ থেকে খেলা বন্ধ থাকায় মাঠে ব্যাট-বলের লড়াইয়ে শামিল হতে পারছে না ক্রিকেটাররা। থাকছের গৃহবন্দী অবস্থায়। তারপরও গৃহবন্দি থেকে শারীরিক কসরত করেছেন অনেক খেলোয়াড়। অনেকেই আবার ঘরের বাইরে এসে দৌড়-ঝাপ ও স্ট্রেচিং করেছেন। এবার ঘর থেকে বেরিয়ে মাঠে শারীরিক কসরত করলেন ভারতের হার্ড-হিটার ওপেনার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।
নিউজিল্যান্ডের মাটিতে গত টি-২০ সিরিজ খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। পরবর্তীতে করোনাভাইরাসের প্রার্দুভাবে আরও গৃহবন্দি হয়ে পড়েন হিটম্যান।
তবে ভারতে লকডাউন শিথিল হবার পর, মাঠে নামলেন রোহিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মাঠে বসা নিজের ছবি আপলোড করেন রোহিত।
ছবির পোস্টে রোহিত লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে আবার খুব ভাল লাগছে। কিছুটা কাজ হল। অনেক দিন পর নিজেকে যেন ফিরে পেলাম। দারুন এক অনুভূতি।’
এর আগে, ভারতের টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও পেসার ইশান্ত শর্মাকে ঘরের বাইরে অনুশীলন করতে দেখা গেছে।