বাসস ক্রীড়া-১ : সুপার ওভার না দিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন করা যেত : টেইলর

121

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-টেইলর
সুপার ওভার না দিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন করা যেত : টেইলর
অকল্যান্ড, ২৬ জুন ২০২০ (বাসস) : গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ছিলো ক্রিকেটের ইতিহাসের সেরা ম্যাচ। যেই ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর ওমন ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। তবে ঐ ফাইনাল নিয়ে প্রশ্ন, আলোচনা-সমালোচনা থেকেই যাচ্ছে। কারন ৫০ ওভারের লড়াইয়ে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের রান সমান। এরপর ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানেও দু’দল সমান-সমান রান তুলে। তারপরও বিশ্বকাপের নিয়মনুযায়ী, ম্যাচে সবচেয়ে বেশি চার-ছক্কা মারতে পারায় ট্রফি জিতে নেয় ইংল্যান্ডই।
কিন্তু বিশ্বকাপের ওমন নিয়ম পছন্দ নয় ঐ ফাইনালে নিউজিল্যান্ডের হয়ে খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। তিনি জানান, ‘ওয়ানডে ম্যাচে সুপার ওভারের ব্যাপারটি আমার এখনও বোধগম্য নয়। ওয়ানডে ম্যাচে এটির প্রয়োজন নেই। এত লম্বা সময় খেলার পর, সেটি সুপার ওভারে খেলানোর কোন প্রয়োজন দেখি না। ‘টাই’ ম্যাচ ‘টাই’ হিসেবে থেকে গেলেও সমস্যার কিছু দেখি না। ওয়ানডেতে ‘টাই’ রাখা যেতেই পারে। তবে টি-২০তে সুপার ওভার করা যেতে পারে। ফুটবল বা অন্যান্য খেলার মতো জয় নিশ্চিত করার জন্য সুপার ওভার টি-২০তে রাখা যায়। কিন্তু ওয়ানডেতে সুপার ওভারের প্রয়োজন নেই বলেই মনে করি আমি। ম্যাচ ‘টাই’ হলে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা যেতেই পারে।’
গত বিশ্বকাপের ফাইনালের সুপার ওভার সম্পর্কে বআগে কিছু জানতে না টেইলর। তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে ১শ ওভার খেলা শেষে আমি আম্পায়ারদের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর বলতে চেয়েছিলাম, ভালো ফাইনাল হয়েছে। আমি তখনও জানতাম না সুপার ওভার হবে। আমার মতে ‘টাই’ ম্যাচ মানেই ‘টাই’। এই আলোচনাকে অনেকভাবে নেয়া যায়। তবে ওয়ানডে ক্রিকেটে ১শ ওভারের পর আবারো খেলার কোন প্রয়োজন নেই।’
টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয় নিউজিল্যান্ডের। তবে চ্যাম্পিয়ন হতে না পারায় ‘সুপার ওভার’ নিয়ে কোন অজুহাত দিতে চান না টেইলর। তার মতে, ‘পঞ্চাশ বা বিশ ওভারের পর, একটি ওভার নিয়ে খেলা বেশ কঠিন। তবে একই পরিস্থিতিতে পড়লে আমাদের নিজেদের আরও ভাল করতে হবে। তারপরও বলবো, ‘টাই’ ম্যাচ ‘টাই’ থাকাই ভালো। এখানে সুপার ওভারের প্রয়োজন নেই। তবে গত ফাইনালে আমাদের জয়ের দারুন সুযোগ ছিলো, আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আমরা যদি পারতাম, তবে সুপার ওভারে ম্যাচ যেত না। ফাইনাল নিয়ে এত আলোচনাও হতো না।’
বাসস/এএমটি/১৭১০/স্বব