বাসস বিদেশ-৫ : অস্ট্রিয়ার স্কি রিসোর্টের প্রায় অর্ধেক লোক করোনা আক্রান্ত হয়েছিল

147

বাসস বিদেশ-৫
অস্ট্রিয়া-ভাইরাস
অস্ট্রিয়ার স্কি রিসোর্টের প্রায় অর্ধেক লোক করোনা আক্রান্ত হয়েছিল
ভিয়েনা, ২৬ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : অস্ট্রিয়ান আলপাইন রিসোর্টের প্রায় অর্ধেক লোক করোনা আক্রান্ত হয়েছিল। এন্টিবডি টেস্টে তাদের করোনা আক্রান্ত হওয়ার এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষকরা বৃহস্পতিবার এ কথা জানান।
পশ্চিমাঞ্চলীয় প্রদেশ টাইরোলের ইস্কগল ও অন্যান্য স্কি রিসোর্টগুলোতে গত মার্চের শুরুর দিকে অবকাশ যাপনের সময় কয়েক হাজার লোক করোনা আক্রান্ত হয়। তাদের মাধ্যমে শুধু অস্ট্রেলিয়াতেই নয়, জার্মানি, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর,হংকং এবং অন্যত্র করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে।
মেডিকেল ইউনিভার্সিটি অব ইনসব্রুক তাদের সমীক্ষায় জানায়, ইস্কগল এবং অন্যান্য রিসোর্টের প্রায় ৪২ দশমিক ৪ শতাংশ লোক নতুন করোনা ভাইরাসের এন্টিবডি বহন করেছে।
রক্তের সেরোলজি টেস্টে এমন এন্টিবডির উপস্থিতি রয়েছে যা ইঙ্গিত দেয় যে তারা করোনা সংক্রমিত হয়েছিল এবং তাদের কিছু মাত্রায় ইমিউনিটি রয়েছে।
অনেক দেশে লকডাউন থেকে বেরিয়ে আসার জন্য ইমিউনিটি টেস্ট করা হয়। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা পজেটিভ ব্যক্তি ইমিউনাইজড হওয়ার পরে সে পুনরায় সংক্রমিত হবে না এখনো এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।
বাসস/এএফপি/অনু-এমএবি/১৫৪৬/আরজি