মিরপুর শেওড়াপাড়ায় গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে

322

ঢাকা, ২৬ জুন, ২০২০ (বাসস) : রাজধানী মিরপুর শেওড়াপাড়া ইকবাল রোডের গ্যাসের পাইপ লাইনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শুক্রবার ভোর পৌনে ৫ টার দিকে ইকবাল রোডে তিতাস গ্যাসের লোকজন গ্যাসের পাইপ লাইনে কাজ করার সময় আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুরের শেওড়াপাড়ার ইকবাল রোডে তিতাস গ্যাসের লোকজন গ্যাসের পাইপ লাইনে কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের পাইপ লাইনে আগুন লাগে। সিগারেটের আগুন থেকে গ্যাস লাইনে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৮ টার দিকে আগুন পুরোপুরি ভাবে নির্বাপন করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুনে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।