করোনা জয় করলেন সংসদ কর্মকর্তা তারিক মাহমুদ

324

ঢাকা, ২৬ জুন ২০২০( বাসস) : সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এবং উপসচিব (আইন প্রণয়ন) মো. তারিক মাহমুদ করোনা জয় করেছেন।
দীর্ঘ পনের দিন আইসোলেশনে থেকে এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে তিনি সুস্থ হয়ে ওঠেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, গত ২৩ জুন তাঁর করোনা (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। সম্পূর্ণরূপে সুস্থ হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো সাতদিন আইসোলেশনে থাকবেন তিনি।
জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে কর্মরতদের করোনাভাইরাস পরীক্ষার সময় ৪৩ কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়ে, তারিক মাহমুদ তাদেরই একজন।
তারিক মাহমুদ তথ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।