বাসস দেশ-৪০ : প্রফেসর ডা. নীলকান্ত ভট্টাচার্যের অবস্থা সংকটাপন্ন

534

বাসস দেশ-৪০
চট্টগ্রাম-নীলকান্ত
প্রফেসর ডা. নীলকান্ত ভট্টাচার্যের অবস্থা সংকটাপন্ন
চট্টগ্রাম, ২৫ জুন, ২০২০ (বাসস) : চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক, নাক কান ও গলা বিশেষজ্ঞ প্রফেসর ডা. নীলকান্ত ভট্টাচার্যের অবস্থা সংকটাপন্ন। করোনায় আক্রান্ত এ প্রথিতযশা চিকিৎসক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনা সেলের চট্টগ্রাম বিভাাগীয় সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান বাসসকে জানান, করোনায় আক্রান্ত প্রফেসর ডা. নীলকান্ত ভট্টাচার্যের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। তাঁর অক্সিজেন লেবেল স্বাভাবিক পর্যায়ে আনার সর্বোচ্চ চেষ্টাকরা হচ্ছে।’
তিনি জানান, ‘স্যার, তাঁর স্ত্রীসহ পরিবারের আরো কয়েকজন সদস্য করোনা পজিটিভ হয়ে চমেক হাসপাতালে ভর্তি আছেন। কয়েকদিন আগে তাঁদের শরীরে করোনা শনাক্ত হয়।’
বাসস/কেএস/কেসি/২৩০৫/এবিএইচ