বাসস দেশ-৩৯ : বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নিমাই ভট্টাচার্য্য মারা গেছেন

389

বাসস দেশ-৩৯
নিমাই ভট্রাচার্য্য-প্রয়াত
বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নিমাই ভট্টাচার্য্য মারা গেছেন
কলকাতা, ২৫ জুন, ২০২০ (বাসস) : বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য্য প্রয়াত হয়েছেন।
আজ দুপুরে টালিগ›েজর বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ‘মেম সাহেব’ স্রষ্টা সাংবাদিক নিমাই ভর্ট্রাচার্য্য। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
বাংলাদেশের মাগুরার সন্তান নিমাই ভট্রাচার্য্যর জন্ম ১৯৩১ সালের ১০ই এপ্রিল। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি।বাবা সুরন্দ্র নাথ ভট্রাচার্য্য লালন পালন করে মানুষ করেন তাঁকে। ১৯৪৮ সালে ম্যাট্রিক পাশ করে কলকাতার রিপন কলেজে ভর্তি হন তিনি।
কলেজে পড়াকালিন তিনি ১৯৫০ সালে ‘লোকসেবক’ পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরে দিল্লিতে গিয়ে বেশ কয়েকটি কাগজের সংসদ, কূটনৈতিক ও রাজনৈতিক করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেন।
বাসস/ডিএম/কেসি/২৩০২/এবিএইচ