বাসস দেশ-৩০ : বারডেম হাসপাতালের স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে

392

বাসস দেশ-৩০
আগুন-নিয়ন্ত্রণ
বারডেম হাসপাতালের স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ২৫ জুন, ২০২০ (বাসস): রাজধানীর সেগুনবাগিচায় বারডেম জেনারেল হাসপাতাল-২ (মা ও শিশু) এর তৃতীয় তলার স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে বারডেম জেনারেল হাসপাতাল-২ (মা ও শিশু) ১০ তলা বিশিষ্ট বহুতল ভবনের তৃতীয় তলায় পুরাতন মালামাল রাখার (সিডিআইসি) স্টোর রুমে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই কক্ষে থাকা পরিত্যক্ত এসি,কাগজপত্র ও অন্যান্য আসবারপত্র পুড়ে গেছে।
তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
এতে ক্ষয়ক্ষতির পরিমান ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলেও জানান ডিউটি অফিসার।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের রোগীর আতœীয়-স্বজনরা বাসস-এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বারডেম জেনারেল হাসপাতাল-২ (মা ও শিশু) তৃতীয় তলায় শিশু ওয়ার্ডের পাশে একটি কক্ষে আগুন লাগে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি এবং হাসপাতালের আশপাশের কোন কক্ষের ক্ষতিও হয়নি।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৫৭/-কেএটি