ইটালিতে ভবন ধসে মা ও দুই সন্তান নিহত

321

রোম, ২৫ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ইটালির উত্তরাঞ্চলে একটি ভবনের অংশ বিশেষ ধসে পড়লে দুর্ঘটনায় এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছে। এ দুর্ঘটনা ওই নারীর ৯ বছরের আরেকটি সন্তান ঘটনাচক্রে বেঁেচ গেছে। ইটালির এক বার্তা সংস্থা বৃহস্পতিবার একথা জানায়। খবর এএফপি’র।
মিলানের উপকন্ঠে আলবিজাতি শহরে বুধবার একটি এক তলা ভবনের প্রায় ৭০ মিটার (২৭০ফুট) দীর্ঘ কার্নিস আকস্মিকভাবে ভেঙ্গে রাস্তায় পড়লে এ দুর্ঘটনা ঘটে।
অ্যাসোসিয়েট প্রেস ন্যাশনাল এজেন্সি জানায়,ওই দুর্ঘটনায় মরোক্কো বংশদ্বূত এক নারী ও তার পাঁচ বছরের ছেলে ঘটনাস্থলে নিহত ও তার ১৫ মাস বয়সী মেয়েকে হাসপাতালে ভর্তি করর পর তার মৃত্যু হয়।
ভবন ধসের অসংখ্য ইট পাথর রাস্তায় ছিটকে পরার সময় রাস্তার আশপাশে অবস্থানরত ওই নারীর ৯ বছরের ছেলে ও ৪২ বছর বয়সী অপর এক নারী এ দুঘটনায় আহত হয়।
সাংবাদিকরা জানায়, উদ্ধারকারিরা দীর্ঘক্ষণ ধরে ধ্বংসস্তুপ খনন করে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।
পুরাতন শিল্প ভবনটির বেশকটি বাড়িতে ব্যবসা চলতো।