যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ হাজার ৯শ’র বেশি আক্রান্ত, ৭৫৬ জনের মৃত্যু

442

ওয়াশিংটন, ২৫ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করেনাভাইরাসে নতুন করে আরো ৩৫ হাজার ৯শ’র বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ৭৫৬ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে আক্রান্তের এ সংখ্যা প্রাত্যহিক পর্যায়ের নতুন রেকর্ডের দিকে ধাবিত হতে দেখা যাচ্ছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থনীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০০৩০টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২৪ লাখে দাঁড়ালো। বিগত কয়েকদিন ধরেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি অঙ্গরাজ্যে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। টেক্সাস ও ফ্লোরিডার মতো আরো অনেক অঙ্গরাজ্যে প্রতিদিন আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২১ হাজার ৯৩২ জনে দাঁড়ালো।