বাসস দেশ-৪৪ : গুলশানে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার ॥ কোটি টাকার মালামাল উদ্ধার

381

বাসস দেশ-৪৪
গ্রেফতার-উদ্ধার
গুলশানে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার ॥ কোটি টাকার মালামাল উদ্ধার
ঢাকা, ২৪ জুন, ২০২০ (বাসস) : রাজধানীর গুলশান থানা এলাকা থেকে দামি আইফোন ও ঘড়িসহ বিপুল পরিমান চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাকৃতরা হচ্ছে মো: মিজান (২০), মো: উজ্জল মিয়া (২৬) ও মো: তাজুল ইসলাম লিটন (২৮)।
তাদের কাছ থেকে একটি আইফোন, প্রায় ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৩টি বিদেশী হাত ঘড়ি ও চোরাই মাল বিক্রি বাবদ নগদ এক লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত ১টি গ্রীল কাটার রেঞ্চ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানিয়ে বলা হয়,গত ৮জুন গুলশানের বারিধারার পার্ক রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ জুন গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়।ওই মামলার তদন্ত শুরু করে গুলশান থানা পুলিশ। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে মিজানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ রাজধানীর ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় থেকে উজ্জল মিয়া ও তাজুল ইসলাম লিটনকে গ্রেফতার করে পুলিশ।
বাসস/সবি/এমএমবি/২০৫৭/এবিএইচ