বাসস দেশ-৩৪ : আদালতের তথ্য-প্রযুক্তি ব্যবহার বিলে আইন বিশেষজ্ঞদের মতামত নেয়ার সুপারিশ

213

বাসস দেশ-৩৪
কমিটি- আইন
আদালতের তথ্য-প্রযুক্তি ব্যবহার বিলে আইন বিশেষজ্ঞদের মতামত নেয়ার সুপারিশ
ঢাকা, ২৪ জুন, ২০২০ (বাসস) : আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আদালতের তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ এর ওপর আইন বিশেষজ্ঞদের মতামত নেয়ার সুপারিশ করা হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মোঃ আব্দুল মজিদ খান, মোঃ শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার সভায় অংশগ্রহণ করেন।
সভায় আদালতের তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ এর উপর আলোচনা করা হয়। এসময় বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা, অধিকতর বিচার বিশ্লেষন ও মতামত গ্রহণের জন্য দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়। কমিটির পরবর্তি বৈঠক ২৮ জুন, রোববার , বিকেল সাড়ে ৩ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
বাসস/এমআর/১৯৫৫/-এবিএইচ