পেরুতে করোনাভাইরাসে ২২৩ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৫ হাজার ৫শ’

233

লিমা, ২৪ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : পেরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ২২৩ পুলিশ সদস্য মারা গেছে। এদিকে দক্ষিণ আমেরিকার এ দেশটি কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় দীর্ঘ লকডাউন আরোপ করেছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গ্যাস্টন রদ্রিগুয়েজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসে ‘আমাদের ২২৩ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে এবং ১৫ হাজার ৫শ’ জন আক্রান্ত হয়েছে।’
মৃতের এ সংখ্যা দুই সপ্তাহ আগের তুলনায় ৩০ শতাংশ বেশি। ওই সময় মন্ত্রণালয় ১৭০ পুলিশ সদস্যের মৃত্যুর এবং ১০ হাজারের কম আক্রান্তের কথা জানিয়েছিল। পেরুর পুলিশ বাহিনীর মোট সদস্য সংখ্যা ১ লাখ ৩০ হাজার।
ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরু হচ্ছে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার এবং মৃতের সংখা ৯ হাজার ছাড়িয়ে গেছে।
এদিক থেকে এ অঞ্চলে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল।