বাসস বিদেশ-১০ : মধ্য জুলাই থেকে মালদ্বীপে খুলছে পর্যটন রিসোর্ট

128

বাসস বিদেশ-১০
মালদ্বীপ-পর্যটন
মধ্য জুলাই থেকে মালদ্বীপে খুলছে পর্যটন রিসোর্ট
মালে (মালদ্বীপ), ২৪ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মালদ্বীপ মধ্য জুলাই থেকে পর্যটকদের জন্যে সকল রিসোর্ট খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় কয়েক মাসব্যাপী এসব রিসোর্ট বন্ধ রাখার পর মঙ্গলবার
প্রেসিডেন্ট তা খুলে দেয়ার ঘোষণা দিয়ে বলেন, এখানে আন্তর্জাতিক ভ্রমণকারীদের স্বাগত জানানো হবে। পর্যটকদের কাছে আকষণীয় মালদ্বীপের আয়ের প্রধান উৎস পর্যটন।
প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাস্মদ সলিহ রাজধানী মালেতে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্যে তার দেশের সীমান্ত পুনরায় খুলে দেয়া হচ্ছে। আগামী ১৫ জুলাই থেকে পর্যটকদের স্বাগত
জানাতে সরকার রিসোর্টগুলোকে অনুমোদন দেবে।
সরকারি সূত্রে বলা হয়েছে, বিদেশী পর্যটকদের জন্যে ভাইরাস পরীক্ষা কিংবা এ সংক্রান্ত কোন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না।
তবে যাদের উপসর্গ কিংবা তীব্র জ্বর থাকবে বিমানবন্দরেই তাদের পরীক্ষা করা হবে। প্রেসিডেন্ট আরো বলেন, স্কুল, কলেজ, রেস্টুরেন্ট ও মসজিদগুলো নিকট ভবিষ্যতেই খুলে দেয়া হবে। তবে তিনি নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি।
মালদ্বীপের জনসংখ্যা ৩ লাখ ৪০ হাজার। এ পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছে ২ হাজার ২১৭ জন। মারা গেছে আট জন।
বাসস/জুনা/১৭৫৫/জেহক