বাসস ক্রীড়া-১২ : বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ অমীমাংসিত

337

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-‘এ’ দল
বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ অমীমাংসিত
সিলেট, ২২ জুলাই, ২০১৮ (বাসস) : বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলংকা ‘এ’ দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। আগের দুই ম্যাচে ১-১ সমতা থাকায় অমিমাংসিতভাবেই শেষ হলো সিরিজটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডেটি ৪৫ ওভারে নির্ধারিত হয়। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। ৪৫ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন সাদিরা সামারাবিরা। ৮৩ বল মোকাবেলা করে ১০টি চার মারেন তিনি। এছাড়া আসান প্রিয়ঞ্জন ৫৩ ও অধিনায়ক থিসারা পেরেরা ৪৪ রান করেন। বাংলাদেশের সানজামুল ইসলাম ৪টি ও খালেদ আহমেদ ২টি উইকেট নেন।
জবাবে বাংলাদেশ ইনিংসে ৩ দশমিক ৪ ওভার পর বৃষ্টি কারনে ম্যাচটি বন্ধ হয়ে যায়। তখন ঘড়ির কাটা ছিলো বেলা ২টা ৫৫ মিনিটে। এরপর ৪টা ২০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারীরা।
এসময় বাংলাদেশের ওপেনার সাইফ হাসান ১০ ও জাকির হাসান ১ রানে অপরাজিত ছিলেন। সিরিজ সেরা হয়েছেন শ্রীলংকার থিসারা পেরেরা।
বাসস/এএমটি/১৯০৯/স্বব