বাসস বিদেশ-৮ : রাজধানীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের

112

বাসস বিদেশ-৮
ট্রাম্প-হুমকি
রাজধানীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের
ওয়াশিংটন, ২৪ জুন, ২০২০(বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি মঙ্গলবার টুইটারে বলেছেন, রাজধানীতে পুলিশ মুক্ত স্বায়ত্তশাসিত এলাকা গড়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করা হবে। একের পর এক টুইট করে দেশব্যাপী বিক্ষোভকালে যারা মূর্তি ধ্বংস করেছে সেসব নৈরাজ্য সৃষ্টিকারীদের কারাদন্ড দেয়ারও হুমকি দেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যে কোন সৌধ, মূর্তি কিংবা এ ধরণের সম্পদ যারা বিনষ্ট করবে তাদের ১০ বছর পর্যন্ত কারাদন্ড দিতে আমি রাজ্য সরকারকে অনুমতি দিয়েছি।
তিনি আরো বলেন, আমি যতোদিন আপনাদের প্রেসিডেন্ট আছি ততদিন ওয়াশিংটন ডিসিতে কখনই কোন
স্বায়ত্তশাসিত এলাকা হবে না । কেউ যদি তা করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর শক্তি দিয়ে মোকাবেলা করা হবে।
গত দু’সপ্তাহ আগে সিয়াটলে বিক্ষোভকারীরা স্বায়ত্তশাসিত এলাকা গঠন করে যা রক্ষণশীলদের ভীষণ ক্ষুব্ধ করে তোলে।
এদিকে ট্রাম্প একের পর এক হুমকিমূলক বক্তব্য দেয়ায় ট্ইুটার থেকে তার বিরুদ্ধে নীতি ভঙ্গেরও অভিযোগ আনা হয়েছে।
হোয়াইট হাউসের কাছে বিক্ষোভকারীরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যুন্ড্র জ্যাকসনের মূর্তি ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের পিপার স্প্রে করে ছত্রভঙ্গ করে। তার একদিন পর ট্রাম্প এসব হুমকি দেন।
তিনি আরিজোনায় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার জন্যে মঙ্গলবার সকালেই ওয়াশিংটন ত্যাগ করেন।
বাসস/জুনা/১৬৫৫/-জেহক