বাসস দেশ-১২ : চট্টগ্রামে বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটের কলকাতা যাত্রা বাতিল

117

বাসস দেশ-১২
কলকাতা-ফ্লাইট বাতিল
চট্টগ্রামে বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটের কলকাতা যাত্রা বাতিল
চট্টগ্রাম,২৪ জুন ২০২০ (বাসস) : চট্টগ্রামের শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটের কলকাতা যাত্রা বাতিল করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে ২৫জন যাত্রী নিয়ে ফ্লাইটটি কলকাতা যাওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বিমান বন্দরের স্টেশন কমিউনিকেশন অফিসার মোহাম্মদ উল্লাহ বাসসকে জানান, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ সকালে ফ্লাইটটি বাতিল হওয়ার কথা জানায়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
জানা যায়, বৈশি^ক দুর্যোগ করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকায় সতর্কতা হিসেবে শাহআমানতে সব আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ থাকে। এতে করে চট্টগ্রামে অবস্থানকারী কিছু সংখ্যক ভারতীয় নাগরিক তাদের দেশে যেতে পারেন নি। ভারতীয় ২৫ জন নাগরিক আজ বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে প্রথমে কলকাতা পৌছে তাদের নিজনিজ গন্তব্যে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়েছে।
বাসস/কেএস/এফএইচ/১৪৪৫/অমি