বাসস দেশ-১১ : কবি মাশুক চৌধুরীর মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

100

বাসস দেশ-১১
টেলিযোগাযোগ মন্ত্রী-মাশুক- শোক
কবি মাশুক চৌধুরীর মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
ঢাকা, ২৪ জুন, ২০২০ (বাসস) : সাংবাদিক ও কবি মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ বুধবার এক শোক বার্তায় বলেন, বাংলা কাব্যসাহিত্য ও সাংবাদিকতায় মাশুক চৌধুরী ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।
মোস্তাফা জব্বার প্রয়াতের স্মৃতিচারণ করে বলেন,‘মাশুক চৌধুরী সাংবাদিকতা জীবনের সহকর্মী ও বাংলা বিভাগের স্নেহভাজন এক বছরের জুনিয়র ছিলেন। বাংলা বিভাগের সাহিত্য চর্চায় মাশুক ব্যাপকভাবে যুক্ত ছিলেন। তিনি সাংবাদিকতায়ও অসাধারণ দক্ষ ও মেধাবী ছিলেন।
তিনি বলেন, তাঁর রচিত কাব্যগ্রন্থ ‘মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার’, ‘নির্বাচিত কবিতা’, ‘স্বর্গের রেপ্লিকা’, ‘অত্যাগসহন’ ও ‘নদীর নাম দুঃসময় বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ। তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট কবিকে হারিয়েছে এবং আমরা হারিয়েছি নিবেদিত প্রাণ প্রথিতযশা একজন সাংবাদিককে। মাশুক তাঁর কাজের মাধ্যমে অমর হয়ে থাকবেন।
টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/ এমএন/১৪২৫/ অমি