বাসস বিদেশ-৫ : সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ৭ যোদ্ধা নিহত

110

বাসস বিদেশ-৫
সিরিয়া-সংঘাত-ইসরাইল
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ৭ যোদ্ধা নিহত
বৈরুত ২৪ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : সিরিয়ায় মঙ্গলবার ইসলাইলি বিমান হামলায় সাত যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে সিরিয়ার দুই সৈন্য রয়েছে। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
ওই পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমানি বলেন, সিরিয়ার পূর্বঞ্চলীয় সখনা-দির ইজোর রোড় এলাকায় ইরান পন্থী মিলিশিয়াদের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় তেহরান পন্থী পাঁচ যোদ্ধা নিহত হয়েছে।
তিনি আরো জানান, সেখানে এ হামলায় আরো অনেকে আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
তিনি জানান, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে টেলিকমিউনিকেশন কেন্দ্রে আরেক অভিযানে দেশটির বিমানবাহিনীর দুই সৈন্য নিহত হয়েছে। সিরিয়ার সংবাদমাধ্যম ইসরাইলের এ দুই হামলার খবর নিশ্চিত করেছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার (এসএএনএ) খবরে বলা হয়,‘দির ইজোরের পশ্চিমে কবাবাজে আমাদের সামরিক অবস্থান লক্ষ্য কওে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।’ বরাবরের মতো তারা এ হামলার ঘটনায় ইসরাইলকে দায়ী করে।
সূত্র আরো জানায়, ‘একই সময়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা নগরীর সালখাদ এলাকার কাছে আমাদের আরেকটি সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে দুই সৈন্য শহীদ এবং আরো চারজন আহত হয়।’
এদিকে ইসরাইলের সেনা মুখপাত্র এএফপি’কে বলেছে, বিদেশি সংবাদমাধ্যমের খবরের বিষয়ে তাদের দেশের সামরিক বাহিনী কোন মন্তব্য করে না।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত বার বিমান হামলা চালায়।
বাসস/এমএজেড/১৩৩৫/জেহক