বাসস দেশ-২৭ : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষতা বাড়ানোর বিকল্প নেই : আনিসুল ইসলাম মাহমুদ

326

বাসস দেশ-২৭
জলবায়ু-মোকাবেলা
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষতা বাড়ানোর বিকল্প নেই : আনিসুল ইসলাম মাহমুদ
ঢাকা, ২২ জুলাই, ২০১৮ (বাসস) : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আজ জাতীয় প্রেসক্লাবে ‘দ্য প্যারিস ফ্রেমওয়ার্ক ফর ক্লইমেট চেঞ্জ ক্যাপাসিটি বিল্ডিং নামক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজান আর খানের লিখিত এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মেকাবেলায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। এ দক্ষতা আরো বাড়ানোর জন্য সরকার কাজ করছে।’
তিনি বলেন, অধিক জনসংখ্যা ও জনসংখ্যার অধিক ঘনত্বের কারণে বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে। বনজ সম্পদ কমার পাশাপাশি পানির উপর অত্যধিক চাপ বাড়ছে।
ভূমি ব্যবহার পরিকল্পনা না থাকায় কৃষি জমি কমছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের টেকসই উন্নয়নের দিকে যেতে হবে। বিশেষ করে অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাম ও শহরের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে হবে। উন্নয়নে ছোট, মাঝারি ও বড় শহরের ভূমিকা নিশ্চিত করতে হবে। তাহলেই বড় শহরের উপর চাপ কমবে এবং বড় শহরের সক্ষমতা বাড়বে।
বাসস/সবি/এমএসএইচ/১৮৩০/-কেজিএ